ঢাকায় লুক্সেমবার্গের মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট

জানা গেছে, লুক্সেমবার্গের মন্ত্রী বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করবেন।

ঢাকায় লুক্সেমবার্গের মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট

প্রথম নিউজ, অনলাইন: ঢাকায় এসেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট। চার দিনের সফরে শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো: খুরশেদ আলম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। জানা গেছে, লুক্সেমবার্গের মন্ত্রী বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করবেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো: খুরশেদ আলমের সাথেও বৈঠক করবেন লুক্সেমবার্গের মন্ত্রী। এছাড়া তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।