ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছয়তলা থেকে মো. তারেক হোসেন (৩০) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার বলেন, রাতে খবর পেয়ে কারওয়ান বাজারে নির্মাণাধীন বোরাক জহির টাওয়ারের ষষ্ঠতলায় সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তারেক ওই ভবনের নিরাপত্তাকর্মী। তিনি ওই ভবনে থাকতেন।
এসআই আরও জানান, ওই নিরাপত্তাকর্মীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।