ঢাকার বিমানবন্দরে ৮২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৮২৩ দশমিক ৫২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা।

ঢাকার বিমানবন্দরে ৮২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

প্রথম নিউজ, অনলাইন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৮২৩ দশমিক ৫২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। আটক ব্যক্তি সিভিল এভিয়েশনের চালক সালেকুজ্জামান। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন যে- সালেকুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন। এরপর এক নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণের বার ও চেইন সংগ্রহ করেন তিনি।

স্বর্ণ নিয়ে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বিমানবন্দরে সন্দেহজনক গতিবিধির কারণে আর্মড পুলিশ তাকে তল্লাশির জন্য আটকায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার পকেটে ৮২ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বার ও ৫০টি চেইন ছিল। যা পরে উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে গত ১২ এপ্রিল থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এ অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি। এ ঘটনায় বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসপি।