ডিবির দেওয়া খাবার খেলেন না মির্জা ফখরুল

বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন মির্জা ফখরুল। ডিবি ও পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিবির দেওয়া খাবার খেলেন না মির্জা ফখরুল

প্রথম নিউজ,অনলাইন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়। তাকে সেখানে ডিবি কর্মকর্তারা দুপুরের খাবার দেন। তবে তিনি পুলিশের দেওয়া খাবার খাননি। বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন মির্জা ফখরুল। ডিবি ও পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, দুপুরে বিএনপি মহাসচিবকে নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হয়েছিল। তবে তিনি বাইরের খাবার খান না বলে জানান। এরপর তার পরিবারে খবর দিয়ে খাবার আনা হয়। 

ওই কর্মকর্তা বলেন, ফখরুলের দুই গৃহকর্মী বাসা থেকে খাবার নিয়ে আসেন। পরে তিনি সেই খাবার খান।