ডিজেএফবির ফের সভাপতি হামিদ, নতুন সম্পাদক মুহিব
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব। শুক্রবার সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এএফপির ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক আবুল কাশেম। মোট ৪৯টি ভোটের মধ্যে শতভাগ ভোট প্রয়োগ করেছেন সদস্যরা। ডিজেএফবি নবনির্বাচন (২০২৪-২৫) সভাপতি পদে হামিদ-উজ-জামান পেয়েছে ২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এফএইচএম হুমায়ুন কবির পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আবু হেনা মুহিব পেয়েছেন ২৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী সাহানোয়ার সাইদ শাহীন পেয়েছেন ২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শেয়ার বিজের মাসুম বিল্লাহ পেয়েছেন ২৪ ভোট।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগোনিউজ২৪ডট কমের মফিজুল সাদিক, সাংগঠনিক সম্পাদক এম আর মাসফি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, প্রচার ও গবেষণা সম্পাদক মিনাক্ষী চৌধুরী এবং সদস্য নির্বাচিত হয়েছেন জাগরণ চাকমা, জাহিদুল ইসলাম এবং জাকারিয়া কাঞ্চন। সংগঠনের বর্তমান সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, দেশে বর্তমানে দুটি বড় সমস্যা- একটি হলো অর্থ পাচার এবং মেধা পাচার। এ দুটি বিষয়ে বিশেষ নজর দিতে হবে।