ডিএমপির শাহজাহানপুর থানায় নতুন ওসি সুজিত কুমার
মঙ্গলবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুজিত কুমার সাহাকে বদলি করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ছিলেন। এ ছাড়া ডিএমপির আরও ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের আদেশে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানকে ডেভলপমেন্ট বিভাগে, মোহাম্মদপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহাকে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মোহাম্মদপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
একইদিন পৃথক আরেক আদেশে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম খানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।