ডিএমপির দুই ইন্সপেক্টরকে বদলি

 ডিএমপির দুই ইন্সপেক্টরকে বদলি

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন দাসকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো.মাহবুবুর রহমান সরকারকে রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

দ্রুত এই বদলির আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।