ডিআরইউর সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ৯ দফা দাবি আদায়ে এই সমাবেশ করেন তারা।

ডিআরইউর সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদে সমাবেশ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ৯ দফা দাবি আদায়ে এই সমাবেশ করেন তারা। জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার কথা থাকলেও পুলিশি বাধায়া ডিআরইউ-এর সামনে কর্মসূচি পালন করতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হলে রাজপথে থাকার ঘোষণা দেন। তারা গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

এক শিক্ষার্থী বলেন, বিবৃতিতে প্রত্যাহার করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে চাইলে আমরা সকাল থেকে দেখেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রদের তারা বিভিন্নভাবে ধাওয়া-পালটা ধাওয়া করছে। রাতের বেলা তারা প্রত্যেক মেসে গিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করছে। তারা মোবাইল চেক করছে। এই অধিকার তাদের কে দিয়েছে। শিক্ষার্থীদের আটক করছে, গ্রেপ্তার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

যে পর্যন্ত আমাদের ৯দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেইড বন্ধ করতে হবে। বিজিবি, সেনাবাহিনী রাজপথ থেকে সরিয়ে নিতে হবে। এ সময় কারফিউ প্রত্যাহারের দাবি জানান তিনি। ডিবি কার্যালয়ে কোটা আন্দোলনের নেতাদের আটকে রেখে জোর পূর্বক আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের অভিযোগ করে আরেক শিক্ষার্থী বলেন, ‘গতকাল রাতে যে নাটক সাজানো হলো, তা ছাত্র সমাজ বুঝে গেছে।’

আরেক শিক্ষার্থী বলেন, বিজিবি, র‌্যাব,পুলিশসহ সশস্ত্র বাহিনী নামিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থীদের কেউ কেউ চোখ হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, অনেকের মৃত্যু হয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটা সমাজের উপর ফ্যাসিস্ট আক্রমণ। এর প্রতিবাদে আমরা আমাদের ৯ দফা দাবি জানিয়েছি। সে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরবো না। 

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দায়ী পুলিশের বিচার করা না হবে, ততোক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।