টস জিতে ব্যাটিংয়ে ভারত
প্রথম নিউজ, ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর চব্বিশ ঘন্টাও পার হয়নি। এরইমাঝে আরও এক শক্ত প্রতিপক্ষের মুখোমুখি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। টানা তৃতীয় দিনের মত আজও কলম্বোর প্রেমাদাসায় খেলতে নেমেছে রাহুল দ্রাবিড় শিষ্যরা। এদিনও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।
এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে ভারত। স্পিনবান্ধব উইকেটে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে এসেছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আর স্বাগতিক শ্রীলঙ্কা মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশেই।