টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী দলের মুখোমুখি বাংলাদেশ নারী দল। চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল।
আজ ভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দল। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই এই ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার। অন্যদিকে সিরিজ খুইয়ে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ এখন মান বাঁচানোর।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৮২ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ১২০ রানের জবাবে ১০০ রান তুলতে পারে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন সুলতানা, নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খাতুন, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা তৃষ্ণা।
পাকিস্তান একাদশ- সিধরা আমিন, মুনিবা আলী, বিসমাহ মারুফ, নিধা ধার, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, নাজিহা আলী, উম্মে আল হানি, ওয়াহেদা আক্তার, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।