টর্চার সেলে নির্যাতন: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাতে, পায়ে নির্মমভাবে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয়। এরপর বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

টর্চার সেলে নির্যাতন: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
টর্চার সেলে নির্যাতন: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: সাতক্ষীরায় টর্চার সেলে কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সৈয়দ আকিব তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের দালাল সৈয়দ ইদ্রিসের ছেলে। সৈয়দ আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করেন।

 তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।
উল্লেখ্য, গত রোববার সাতক্ষীরায় কলেজ ছাত্র তন্ময়কে অপহরণ করে ছাত্রলীগের টর্চার সেলে টানা ৫ ঘণ্টা আটকে রেখে মারপিট-নির্যাতন করা হয়। পরে মাথা ন্যাড়া করে বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়। 

 নির্যাতনের শিকার কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময় বলেন, নাহিদ হাসান উৎস আমার পূর্ব পরিচিত। তালা বাজারে যাতায়াতের সুবাদে পরিচয়। আমাকে ফোন করে ডেকে নিয়ে আকস্মিক মারপিট শুরু করে আকিবসহ অন্যরা। কলেজের পশ্চিম পাশে একটি রুমের মধ্যে নিয়ে টানা ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায়। হাতে, পায়ে নির্মমভাবে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয়। এরপর বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। তারপর বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। সেখান থেকে আমার চাচাতো ভাইয়েরা আমাকে উদ্ধার করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom