টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা
সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
প্রথম নিউজ, অনলাইন: টানা চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নতুন এক রেকর্ড গড়লেন। টানা চতুর্থ বার এবং পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘ মেয়াদে থাকা সরকার প্রধানদের কাতারে নিজের অবস্থান আরো উঁচুতে নিয়ে গেলেন বঙ্গবন্ধু কন্যা।