টঙ্গীতে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ওই পোশাক কারখানায় আগুন লাগে।
প্রথম নিউজ, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ওই পোশাক কারখানায় আগুন লাগে। পরে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাবুল মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ডাইং ল্যাপ সেকশনে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আগুনে কোনো শ্রমিক হতাহত হননি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন লেগেছিল। নিভে গেছে। ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।' টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার কারখানাটিতে সাড়ে ছয় হাজার শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।