টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে আ.লীগের হামলা: আহত অর্ধাশতাধিক
আহতদের টাঙ্গাইলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রথম নিউজ, ঢাকা: লোডশেডিং এবং জ্বালানী তেলের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইল বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিএনপির অর্ধাশতাধিক নেতাকর্মী আহত হন।
আওয়ামী লীগের হামলায় গুরতর আহত দান্যা ইউনিয়নের যুবদল নেতা ইসমাইল হোসেন ও মোহাম্মদ মামুন। যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পহেলী, ছাত্রদলের সাবেক সভাপতি সালে মোহাম্মদ ইথেন,সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি মুমিনুল হক নিকসন অর্ধাশতাধিক নেতাকর্মী ।
আহতদের টাঙ্গাইলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আওয়ামী লীগ হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। হামলা করে টিকে থাকা যাবে না। আন্দোলনের মাধ্যমেই এ অবৈধ সরকারকে বিদায় করা হবে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত সকলের সুস্থতা কামনা করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews