টাকাসহ আটক সেই সহকারী প্রিজাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

টাকাসহ আটক সেই সহকারী প্রিজাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

প্রথম  নিউজ, জামালপুর : জামালপুর-২ (ইসলামপুর) আসনের একটি কেন্দ্র থেকে ২৫ হাজার টাকাসহ হাতেনাতে আটক হওয়া সহকারী প্রিজাইডিং অফিসার আইযুব আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ওই অফিসারকে ২৫ হাজার টাকাসহ আটক করেছিল স্থানীয়রা। পরে উদ্ধার করে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।