জয়পুরহাটে পিকআপের ধাক্কায় ২ যাত্রী নিহত
মঙ্গলবার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর-মধুপুকুর বাজারের নুনগোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর-মধুপুকুর বাজারে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর-মধুপুকুর বাজারের নুনগোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাটের সাজ্জাদুল (৩৮) ও বগুড়ার শ্যামল চন্দ্র (৪০)। এ ঘটনায় ভ্যানচালক মোশারফ হোসেন (৪৫) আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি পিকআপ মুরগি নিয়ে দ্রুত গতিতে ঢাকার পথে বগুড়ার দিকে যাচ্ছিল। আর মধুপুকুর বাজার থেকে যাত্রী নিয়ে আসছিল একটি ব্যাটারিচালিত ভ্যান। পথে নুনগোলা নামক স্থানে মুরগিবাহী পিকআপটি ভ্যানটিতে ধাক্কায় দেয়।
এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আর একজন গুরুতর আহত হন। আহতকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানচালক আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।
ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান দ্রুত ঘটনাস্থলে থেকে চলে যায়। নিহতদের মরদেহ দুপচাঁচিয়া হাসপাতালে রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews