জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

প্রথম নিউজ, অনলাইন:  বরগুনার তালতলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত শহীদ মো. বাবুল মিয়ার পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

আজ রবিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে তামান্না আক্তারের হাতে উপহার ষষষসামগ্রী তুলে দেন ছাত্রদল-যুবদল নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার হিরু, বরগুনা জেলা ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক সফিকুল ইসলাম রাজু, বরগুনা জেলা জিসাসের ত্রাণ বিষয়ক সম্পাদক মাসরিফুল মিজান প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম বলেন, ‘জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদ বাবুল মিয়ার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।