জামায়াতের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে সরকার: এটিএম মাছুম
রোববার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রথম নিউজ, অনলাইন: রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো. মাছুম। রোববার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মাছুম বলেন, সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না বলেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছে।
তারা প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ জাতীয় নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। কিন্তু এসব করে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক শক্তির শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নিয়ে অবিলম্বে আমীরে জামায়াতসহ শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে সরকারকে জনগণের ম্যান্ডেট নেয়ার চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানাচ্ছি। অন্যথায় তাদেরকে গণরোষের মুখোমুখি হতে হবে। রাজপথে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ড. ফখরুদ্দীন মানিক প্রমুখ।