জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে- আইনমন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার ফাইল ভেটিং (বাংলাদেশের মতামত) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তথ্য এ জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে। সেই আইনের প্রক্রিয়া আমরা গত পরশু (মঙ্গলবার) শুরু করে দিয়েছিলাম। এটার যে গেজেট নোটিফিকেশন হয় এটারও কিন্তু কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। সেই কারণে গতকাল (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি বাধ্যবাধকতাগুলো পূরণ করে আজকে সকালে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠিয়েছে। লেজিসলেটিভ বিভাগে পাঠানোর পর আমরা এটিকে ভেটিং করে এটাকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি।’
তিনি বলেন, ‘আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দেবে।’
আনিসুল হক বলেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর (১) ধারায় জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করলো। সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে সেখানে এই নামগুলো তালিকাভুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত।