জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৩০৪ রানের টার্গেটে ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। ১০৯ বলে ১৩৫ রানের অপরাজিত ইনিংসে জিম্বাবুয়েকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিকান্দার রাজা। ৯ বছর আর ১৯ ম্যাচ পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে হারলো বাংলাদেশ।
কাইয়া-সিকান্দারের সেঞ্চুরি
৩০৩ রান নিঃসন্দেহে বড় সংগ্রহ ওয়ানডে ক্রিকেটে। তবে এই সংগ্রহেও হারের শঙ্কায় পড়ছে টাইগাররা। সিকান্দার রাজা, ইনোসেন্ট কাইয়ার জাদুকরি ইনিংসে জয়ের স্বপ্ন বুনছে জিম্বাবুয়ে। ইতোমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন কাইয়া ও রাজা। ১১৫ বলে ১১ চার ও ১ছক্কায় শতক পূর্ণ করেন কাইয়া। এরপরই ৮১ বলে ৮ চার ও ৪ ছক্কায় থ্রি ম্যাজিকাল ডিজিট স্পর্শ করেন সিকান্দার রাজা। ৩৯ ওভার শেষে ৩ উইকেটে ২৩৫ রান জিম্বাবুয়ের। ১১ ওভারে ৬৯ রান প্রয়োজন স্বাগতিকদের।
সিকান্দার রাজার ফিফটি, ভয়ঙ্কর হয়ে উঠছে জিম্বাবুয়ে
শুরুর ধাক্কা সামলে ভয়ঙ্কর হয়ে উঠছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনোসেন্ট কাইয়ার ফিফটির পর এবার ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করলেন সিকান্দার রাজা। ৫৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৮ রান রাজার। ইনোসেন্ট কাইয়া ৬৫ রানে অপরাজিত রয়েছেন। ৩১ ওভার শেষে ৩ উইকেটে ১৫৬ রান জিম্বাবুয়ের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews