জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু
প্রথম নিউজ, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোতাল্লিব মুন্সি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি ও আরিফ মুন্সি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে পৌর শহরের মহেশপুর সবজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতাল্লিব মুন্সি (৪০) মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন আধাশতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোতাল্লিবসহ তার দুই ভাই বাধা দেন। এ সময় আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজন তাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এক পর্যায়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতাল্লিব মুন্সি। আহত হন তার দুই ভাই। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।