জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার

তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি  সিম, সিমের খোসা ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার
জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীতে জিনের বাদশাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি  সিম, সিমের খোসা ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।  গ্রেফতারকৃতরা হলো- প্রতারক চক্রের সদস্য আব্দুল মমিন (৬১),  ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মো. নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) ও মো. নুর হোসেন (৫০)। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই আসামিরা ২০১৮ সাল হতে বিভিন্ন মানুষকে প্রতারণা করে আবদুল মমিনকে জিনের বাদশা সাজিয়ে রাতে ফোন দিয়ে প্রলোভন ও প্রতারণা করে বিকাশ ও নগদে এবং ম্যাগনেট দেখাইয়া বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তারা প্রতারণা করে ৩ জন থেকে মোট  এক কোটি পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। ওসি আরও জানান, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি পলাতক আসামি রিপনের কাছে রয়েছে। অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom