জেনিনে ইসরাইলি অভিযানে নিহত ৬ ফিলিস্তিনি, আহত ১১
মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি অভিযানে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। খবরে জানানো হয়, জেনিনের একটি বাড়ি প্রথমে অবরুদ্ধ করে ফেলে ইসরাইলি সেনারা। এরপর সেখানে রকেট হামলা চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, জেনিন শহরের মধ্যে সারি সারি সামরিক যানের উপর দিয়ে হেলিকপ্টার উড়ছে। ইসরাইলি সেনারা জানিয়েছে, তাদের গুলিতে নিহত হওয়া এক ফিলিস্তিনি এর আগে দুই ইহুদীকে হত্যা করেছিলেন। গত সপ্তাহে হুয়ারা গ্রামে ওই ইহুদীদের গুলি করে হত্যা করা হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনারা গত সপ্তাহে দুই ইহুদী ভাইয়ের হত্যাকারীকে ‘সরিয়ে দিয়েছে’। তবে মঙ্গলবারই বিকাল বেলা আরেকটি অভিযান চালায় ইসরাইলি সেনারা। এই অভিযানে তারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনিদের মধ্যে আছেন এর আগে ইসরাইলি হামলায় নিহত হওয়া এক ব্যক্তির দুই ছেলে।
এদিকে ইসরাইলের রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার মুখপাত্র নাবিল আবু-রুদেইনাহ বলেন, রকেট হামলার অর্থ হচ্ছে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষে উসকানি দেয়া এবং শান্তি বিনষ্টের জন্য তিনি ইসরাইলি সরকারকে দায়ী করেন। পরিস্থিতি যাতে সংঘাতে রূপ না নেয় তাই দুই পক্ষের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
সামনে মুসলিমদের কাছে পবিত্র মাস রমজান আসছে। এই মাসে উত্তেজনা বহুগুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ২০২৩ সালের প্রথম থেকেই ফিলিস্তিন উত্তাল হয়ে ছিল। পাশাপাশি এ বছর যে কোনো সময়ের তুলনায় বেশি অভিযান চালাচ্ছে ইসরাইল। এতে যে কোনো সময় বড় সংঘাত সৃষ্টির আশঙ্কা জোরদার হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: