প্রেমিকার বাড়ির সামনে রাতভর ছবি-পোস্টার হাতে প্রেমিক
প্রথম নিউজ, ডেস্ক : প্রেমিকাকে ফিরে পেতে তার বাড়ির সামনে রাতভর অবস্থান নিলো প্রেমিক। এসময় তার হাতে ছিল প্রেমিকার ছবি ও কিছু পোস্টার।
শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পচাশ বেটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক পুষ্পেন্দু মজুমদার রাজ্যের বর্ধমান জেলার বাসিন্দা। ওইদিন রাত ১০টার দিকে ওই এলাকায় প্রেমিকার বাড়ির সামনে শিবমন্দিরে অবস্থান নেন তিনি।
প্রেমিকের দাবি, দুই বছরের বেশি সময় ধরে তাদের দুজনের প্রেমের সম্পর্ক। বাড়ির লোকজন জানাজানি হলে মেয়ের পরিবার মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এরই পরিপ্রেক্ষিতে প্রেমিকাকে ফিরে পেতে তার বাড়ির সামনে রাতভর অবস্থান নেন প্রেমিক।
প্রেমিকের হাতে থাকা পোস্টারে লেখা ছিল- “আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও, ও আমার ভালবাসার দাম দাও”।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: