জাতীয়করণ চান বেসরকারি শিক্ষকরা
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান লিয়াজোঁ ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে শিক্ষকরা এ দাবি জানান তারা।
প্রথম নিউজ, ঢাকা: বেসরকারি শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। তাদের বাড়ি ভাড়া মাত্র ১ হাজার টাকা, চিকিৎসাভাতা ৫০০ টাকা, প্রাপ্তি বিনোদন ভাতা, সন্তানের শিক্ষা ভাতা একেবারেই নেই। তাই তারা শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান লিয়াজোঁ ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে শিক্ষকরা এ দাবি জানান তারা।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, বাংলাদেশের সব বেসরকারি শিক্ষকের প্রাণের দাবি জাতীয়করণ। শিক্ষাক্ষেত্রে বিরাজমান পাহাড়সম বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা ২০১৫ সাল থেকে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেলেও বেসরকারি শিক্ষকরা পেয়েছেন ২০১৮ সাল থেকে। তাও আবার কোনোরকম বকেয়া ছাড়াই। একই অবস্থা বৈশাখী ভাতাপ্রাপ্তির ক্ষেত্রেও। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। এ আনন্দের রেশ কাটতে না কাটতেই অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেওয়া হচ্ছে বাড়তি কোনো সুবিধা দেওয়া ছাড়াই। অবিশ্বাস হলেও সত্য যে, তাদের চাকরিতে কোনো বদলি নেই, যেখানে শুরু সেখানেই শেষ।
শিক্ষক সমাবেশে বাশিসের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাশিসের প্রধান উপদেষ্টা সাইদুল হোসেন সাহেদ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইনুদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ আবদুর রহমান, বাশিসের মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. মহসীন আলী, প্রেসিডিয়াম সদস্য মো. লুৎফর রহমান অতিরিক্ত মহাসচিব ওমর ফারুকসহ জেলা ও উপজেলা থেকে আসা শিক্ষক নেতারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews