জাতীয় পার্টির বাইরের কারো কথায় বিভ্রান্ত হবেন না: চুন্নু

যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হবার যুক্তি নেই। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

জাতীয় পার্টির বাইরের কারো কথায় বিভ্রান্ত হবেন না: চুন্নু
জাতীয় পার্টির বাইরের কারো কথায় বিভ্রান্ত হবেন না: চুন্নু

প্রথম নিউজ, ঢাকা: জাতীয় পার্টির বাইরের কারো কথায় বিভ্রান্ত না হতে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেছেন, যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হবার যুক্তি নেই। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টি পরিচালনা হচ্ছে। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির সম্পাদক মন্ডলী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান থাকতে পারবেন না, এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই। তাই কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতা নেই। তিনি বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ মনে করে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রাষ্ট্র পরিচালনায় মানুষ বেশি গণতন্ত্র ভোগ করেছে। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে। এজন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এসময় দলকে আরো শক্তিশালী করতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, মাখন সরকার, যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আখতার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, ওলামা পার্টির সদস্য সচিব এসএম আল জুবায়ের, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান, জাতীয় আইনজীবী ফেডারেশনের সহ সভাপতি এডভোকেট লাকী বেগম, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মো. আল মামুন, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকার, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom