জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশের আকাশে আজ রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে ঈদ উদযাপিত হবে আগামী মঙ্গলবার। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
গতকাল শনিবার সকালে জাতীয় ঈদগাহের হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া।
ডিএসসিসির প্রশাসক বলেন, এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। এরপরও কোনো কারণে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এবার জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটির এই প্রশাসক। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।
মুসল্লিদের জন্য অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরনো মাঠ) আগারগাঁওয়ে সকাল সাড়ে ৮টায়।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টা।
এরপর এক ঘণ্টা পর পর একটি করে জামাত হবে। তবে শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। গত বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৭টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।
মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ১২ জামাত
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ১২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল ৭টায়, উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫, এফ ব্লক জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ৪৫, মদিনাতুল উলুমে (কে ব্লক) সকাল ৮টায়, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সকাল সাড়ে ৮টায়, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫, আল আকসা জামে মসজিদ (আই ব্লক) ৭টা ১৫, বাইতুল কারীম জামে মসজিদ (এল ব্লক) ৭টা ৪৫, এল ব্লক জামে মসজিদ (এল ব্লক) ৮টা ১৫ মিনিট, বাইতুস সালাম জামে মসজিদ (এল ব্লক) ৮টা, বায়তুর রহমান জামে মসজিদ (এল ব্লক) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ড. শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হলে সকাল ৮টায় ঈদুল ফিতরের পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
ধানমণ্ডি এলাকায় সাত নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, ১৪ নম্বর রোডের সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ৬ নম্বর রোডের ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল ৮টায় এবং তাকওয়া মসজিদে ঈদের দুটি জামাত সাড়ে ৭টা এবং ৮টায় অনুষ্ঠিত হবে।
মিরপুর-১ এ টোলার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। মিরপুর-১ বাস স্ট্যান্ড বড় মসজিদে সকাল ৮টায় এবং শাহ আলী জামে মসজিদ সাড়ে ৮টায়, মিরপুর ১২ নম্বরের ডি ব্লক ঈদগাহ মাঠে সাড়ে সাতটা, দুই নম্বর কমিউনিটি সেন্টারের লালমাঠে সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া লালবাগ শাহি মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে জামাত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদ সূত্র জানায়, শোলাকিয়ায় এবার ১৯৮তম ঈদের জামাত হবে। নামাজ শুরু হবে সকাল ১০টায়।