ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দেন চবি ছাত্রী!

রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে

ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দেন চবি ছাত্রী!
ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী!

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে নন্দিতা দাশ নামে এক ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। এ সময় ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দেন ওই ছাত্রী। এতে তিনি আহত হয়েছেন। রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার আজ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার শাটল ট্রেনে নন্দিতা দাশ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের  কদমতলী মোড় পার হওয়ার সময় ওই ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায় ওই ছিনতাইকারী। এ সময় তার পিছু নিয়ে ছাত্রীও চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ নামতে পারেনি। ফলে ছিনতাইকারী পালিয়ে যায়।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি জেনেছি। মেয়েটার আজকে পরীক্ষাও ছিল। সে পরীক্ষায় অংশ নিয়েছে। তার ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে কথা বলেছি আমরা। খোঁজ নিতে বলেছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom