ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

প্রথম নিউজ, ঝিনাইদহ : ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। 

সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বিলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে চড়ে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলেন। পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। 

এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাখাওয়াতের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সঙ্গে শাখাওয়াতের বাকবিতণ্ডা হয়। এসময় শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানা ওসি সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি ছিনতাইকারীদের বলে ধারণা করছে পুলিশ।