ছাত্রলীগের দুই গ্রুপে একই স্থানে মিলাদ মাহফিল:  বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি

আজ রোববার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সই করা এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়।

ছাত্রলীগের দুই গ্রুপে একই স্থানে মিলাদ মাহফিল:  বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি

প্রথম নিউজ, বরগুনা: জেলা ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ একই সময় একই স্থানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করায় বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আজ রোববার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সই করা এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম এবং সভাপতির পদ বঞ্চিত মো. সবুজ মোল্লার গ্রুপ রোববার দুপুর ৩টায় বরগুনা সরকারি কলেজে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে বিশৃঙ্খলা ঘটতে পারে এমন আশঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুভ্রা দাস বলেন, ‘দুই গ্রুপের সভা সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, মারামারি ও জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৪৪ ধারা জারি করেছি। উক্ত এলাকায় সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom