ছাত্রদল নেতাকর্মীদের ঢাবি ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার পরিকল্পনা ছাত্রলীগের
এ পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন স্থানে পাহারা বসায় ছাত্রলীগ
প্রথম নিউজ, ঢাকা: ছাত্রলীগ যে কোন মূল্যে ছাত্রদল নেতাকর্মীদের ঢাবি ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন স্থানে পাহারা বসায় ছাত্রলীগ। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকলে সেখানেই হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। ছাত্রদলের নেতাকর্মীরা হামলা প্রতিরোধ করতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগে থেকেই বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশ প্রতিহত করতে লাঠিসোঁটা, স্ট্যাম্প হাতে মহড়া দিচ্ছে। অনেককে বাইকে করে শোডাউন দিতে দেখা গেছে। এ সময় তাদের ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১ টা) তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থানে ছিল। এদিকে যেকোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বুধবার (২৫ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমান বলেছেন, তারা (ছাত্রলীগ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও ছাত্র। অতএব তাদের ক্যাম্পাসে অবস্থানের যতটুকু অধিকার, আমাদেরও ঠিক ততটুকুই অধিকার। তিনি বলেন, তারা (ছাত্রলীগ) যেভাবে আমাদের সাথে আচরণ করবে, আমরাও তাদের সাথে ঠিক তেমন আচরণই ফিরিয়ে দেব।
তবে ছাত্রদলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে ছাত্রলীগ। দলটির নেতাকর্মীরা ইতোমধ্যেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা ইতোমধ্যে পুরো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে। লাঠিসোঁটা, স্টাম্প, রডসহ দেশীয় অস্ত্রেরও দেখা মিলছে তাদের হাতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews