পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিট ধানমন্ডি পপুলার প্রাইভেট হাসপাতাল এন্ড কলেজ এ তাকে দেখতে গিয়ে চিকিৎসের কাছে থেকে খোঁজ খবর নিয়েছেন।

পুলিশের গুলিতে আহত  ছাত্রদল নেতা  শ্রাবণকে দেখতে হাসপাতালে গেলেন  মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদলের মোঃ শ্রাবণকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিট ধানমন্ডি পপুলার প্রাইভেট হাসপাতাল এন্ড কলেজ এ তাকে দেখতে গিয়ে চিকিৎসের কাছে থেকে খোঁজ খবর নিয়েছেন।

বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতার  পুলিশের গুলিতে নিহত প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা বিক্ষোভ সমাবেশ পাকুন্দিয়া ছাত্রদলের শ্রাবণ পুলিশের গুলিতে গুরুতর আহত হন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রাবণের মা'কে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহর ওপর ভরসা রাখুন, আমরা আপনার পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন। গণতান্ত্র ফিরে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত তার এই কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।

শ্রাবণ পপুলারে আইসিইউ এচইডিইউ'তে চিকিৎসাধীন তিনি গুলির আঘাতে ফুসফুস, খাদ্যনালী, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সার্বিক তদারকি করছেন। মহাসচিবের সাথে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও শ্রাবণে মা ছিলেন।

উল্লেখ গত ৪ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা আহবায়ক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলকে নিয়ে দেখতে গিয়েছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom