ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক কারাগারে
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে (জিএম) কারাগারে পাঠিয়েছেন আদালত
প্রথম নিউজ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে (জিএম) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ মে) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) গোপালগঞ্জ সদর আমলি আদালতের বিচারক অনুশ্রী রায় এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে আদালতে আনা হয়।
কোর্ট পরিদর্শক মো. সিরাজুল সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে খাতা দেখার নাম করে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে সোমবার (৮ মে) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গতকাল সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সোমবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের সত্যতা মিলেছে।