ছোট ছেলের জন্মদিনের দাওয়াত দিলেন শাকিব খান
রোববার (১৯ মার্চ) বিকেলে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সবাইকে দাওয়াত দেন।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আগামী ২১ মার্চ। এ উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছেন ঢালিউড সুপারস্টার। রোববার (১৯ মার্চ) বিকেলে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সবাইকে দাওয়াত দেন। শাকিব খান গণমাধ্যমে বলেন, আমার ছোট ছেলে শেহজাদের জন্মদিন ২১ তারিখ। তার জন্মদিনে সবার দাওয়াত রইল। দুই ছেলের বিষয়ে শাকিব খান বলেন, আমার দুই ছেলে আমার সঙ্গেই আছে। আপনারা দেখেছেন আমার বড় ছেলে ভিডিও কল দিয়ে বলছে, হ্যালো পাপ্পা, এখানে যাব ওখানে যাব। এদিন দুপুরে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দীর্ঘ আলাপ শেষে সাংবাদিকদের শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে ভুয়া প্রযোজক নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাই ভুয়া প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে যাই গুলশান থানায়।
কিন্তু গুলশান থানার ওসি আমার মামলা নিলেন না, এবং অনেক চেষ্টার পর, অনেক বোঝানোর পরও তিনি মামলা নিলেন না। এরপর তিনি বললেন, আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন। তিনি বলেন, একজন ভুয়া প্রযোজক কীভাবে আমার নামে এসব অভিযোগ করেন? তিনি তো এই সিনেমার প্রযোজক না। তাই আমি দ্রুত তার বিষয়ে খবর নিয়ে মামলা করতে যাই। আমি জানতে পারি তিনি দু-এক দিনের মধ্যে দেশ ছাড়বেন। শাকিব খান যোগ করে বলেন, যেহেতু আমার মামলা থানায় নেয়া হলো না, তাই ডিবিতে আসা। আমি শুনেছি ডিবিতে মামলা দ্রুত নিষ্পত্তি করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: