চুয়াডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মী আটক

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মী আটক

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনার সময় তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

তবে জেলা বিএনপির দাবি, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলায় তিন থানায় মোট ১৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আলমডাঙ্গা উপজেলায় ১১ জন, সদরে দুজন ও দামুড়হুদায় দুজন রয়েছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, নাশকতার পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার (২৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল, সহ-সভাপতি ফারুক হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, বাড়াদী ইউনিয়ন বিএনপির সদস্য ওবাইদুল ইসলাম ঝন্টু, লুৎফর রহমান টিটু, ইউনিয়ন বিএনপি নেতা ও চিকিৎসক এ কে এম নাজমুস সালেহীন লিপন, জেহালা ইউনিয়ন বিএনপি সদস্য সমসের আলী ছমে, জামজামি ইউনিয়ন বিএনপির নেতা মজিবর রহমান, খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতেহ আলী, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য বাদশা আলম ও আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। জেলা থেকে নেতাকর্মীরা যাতে সমাবেশস্থলে যেতে না পারেন, সেজন্য মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মোট ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের নামে কোনো মামলা নেই। তিনি আরও বলেন, ঢাকায় সমাবেশে যাওয়ার পথে পুলিশ চুয়াডাঙ্গার পাঁচ নেতাকর্মীকেও আটক করেছে বলে জেনেছি।