চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকা থেকে নিহত অটোচালক মোফাজ্জলের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকা থেকে নিহত অটোচালক মোফাজ্জলের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলী এলাকার সানম্যান বারডেম ফার্মার সামনে মহাসড়কের পশ্চিম পাশে উপজেলার হবিরবাড়ী আমতলী কামিনীভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. মোফাজ্জলের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, দুই সন্তানের জনক মোফাজ্জল বুধবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সকালে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— অটো ছিনতাই করার জন্য মোফাজ্জলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews