চাল নিয়ে চালবাজি করে জরিমানা গুনলেন ব্যবসায়ী
চক বাজারের বিভিন্ন চালের দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরে নিম্ন মানের চাল বেশি দরে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বুধবার (১ জুন) বিকেলে শহরের চক বাজারের বিভিন্ন চালের দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিম্নমানের চাল নতুনভাবে বস্তায় ভরে বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে মেসার্স সোহেল খাদ্য ভান্ডারের একটি গোডাউন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি গোডাউনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চক বাজারের মেসার্স জয় গোবিন্দ সাহা খাদ্য ভান্ডারকে অতিরিক্ত চাল মজুতসহ নানা অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেন জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দীন, জেলা সিনিয়র খাদ্য বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা সেনেটারি ইন্সপেক্টর বজলুর রশীদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, গত কয়েকদিনে কোনো কারণ ছাড়াই জেলায় চালের বাজার অস্থীর হয়ে ওঠে। ফলে জেলা প্রশাসকের নির্দেশে শহরের চালের বাজারসহ চালের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews