চৌমুহনীতে ২৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ

নোয়াখালীর প্রধান বাণিজ্য শহর চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা শাখা

চৌমুহনীতে ২৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ
চৌমুহনীতে ২৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্য শহর চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা শাখা। এ সময় দুই হাজার ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে অধিদফতর। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারি পরিচালক মোঃ কাউছার মিয়া।

অভিযানকালে এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ক্রেতাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়। এ সময় চৌমুহনীর কালিতলা রোড এবং ডিবি রোড এলাকার দু’টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৩৫০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। ওই বিক্রেতারা বেশি দামে বিক্রির আশায় মজুদ করে বাজারে তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। পরে বাজারের সাধারণ ক্রেতাদের কাছে বোতলের খুচরা মূল্যে তেলগুলো বিক্রি করা হয়। প্রতি লিটার ১৬০ টাকা এবং পাঁচ লিটার বোতল ৭৬০ টাকা দরে বিক্রি করেন।

অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom