চীনে কয়লা খনি ধসে নিহত ৪, নিখোঁজ ৪৯
চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ আছেন ৪৯ জন। ফলে মৃতের সংখ্যা কয়েক গুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার জিনজিং কোল মাইনিং কোম্পানির অধীনে পরিচালিত একটি খনিতে ধস হয়। প্রায় ৫০০ মিটার এলাকা ধসে পড়েছে। এ খবর দিয়েছে ভয়েজ অব আমেরিকা।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিকে হাসপাতালে ভর্তি একজন খনি শ্রমিক বলেন, আমি দুপুর ১টা ১৫ মিনিটে কাজ করছিলাম। তখনই পাহাড় থেকে পাথর ভেঙে পড়তে শুরু করে। পরিস্থিতি খুব দ্রুত খারাপ হয়ে যায়। আমাদেরকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল কিন্তু ততক্ষণে পাহাড় ধসে পড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পুরো ঘটনার দিকে নজর রাখছেন।
তিনি দ্রুত অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তবে সন্ধ্যার দিকে দ্বিতীয় ভূমিধসের কারণে বেঁচে যাওয়াদের খুঁজে বের করা কঠিন হয়ে উঠেছে।
শি জিনপিং বলেন, আমাদের অবশ্যই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী লি কেকিয়াংও ধসের কারণ সম্পর্কে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। কয়লা চীনে শক্তির একটি প্রধান উৎস। কিন্তু দেশটির কয়লা খনিগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত কয়েক বছর ধরে নিরাপত্তার উন্নতির জন্য নানা পদক্ষেপ নেয়ার পরেও এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।
চীনের খনিগুলি সাম্প্রতিক সময়ে উৎপাদন বৃদ্ধিতে বেশি মনোযোগ দিচ্ছে। ইনার মঙ্গোলিয়া হচ্ছে চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল। রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, আটকে পড়া খনি শ্রমিকদের সন্ধানে সহায়তার জন্য বৃহস্পতিবার ৩০০ ফায়ার রেসকিউ কর্মী, ৬০টি ফায়ার ইঞ্জিন এবং ছয়টি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার সন্ধ্যায় জানিয়েছে, মোট ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স এবং ৪৫ জন চিকিৎসা কর্মী নিয়োজিত আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: