চট্টগ্রামে শিশু আয়াত হত্যাকাণ্ডে আদালতে প্রতিবেদন দাখিল

চট্টগ্রামে শিশু আয়াত হত্যাকাণ্ডে আদালতে প্রতিবেদন দাখিল

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকাণ্ডে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে আবীর আলীর (১৯) বিরুদ্ধে অভিযোগপত্র এবং মোহাম্মদ হাসিব নামে এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেয় সংস্থাটি। 

রোববার (৮ অক্টোবর) আদালতে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। সোমবার (৯ অক্টোবর) ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ কুমার দে। 

মামলাটির ব্যাপারে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আলোচিত মামলাটির তদন্ত কার্যক্রম সমাপ্তের পর আদালতে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর নগরের ইপিজেড থানা এলাকা থেকে ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশু আলিনা ইসলাম আয়াত। শিশুটির সন্ধান চেয়ে পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়। পরে ঘটনাটি নিয়ে তদন্তে নেমে ওই বছরের ২৫ নভেম্বর আবীরকে গ্রেপ্তার করে পিবিআই। এরপর তার দেখানো মতে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং আয়াতের জুতা উদ্ধার করেন। 

একইসঙ্গে সেসময় আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেটের এক গর্ত থেকে আয়াতের দুই পা এবং খণ্ডিত মাথা উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আয়াতের বাবা। 

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আবীর জানায়, মুক্তিপণের উদ্দেশ্যে শিশু আয়াতকে অপহরণের পর হত্যা এবং লাশ গুম করে তারা।