চা পানের সময় গুলি করে ঘের ব্যবসায়ীকে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় প্রকাশ্যে সুব্রত মণ্ডল (৫০) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

চা পানের সময় গুলি করে ঘের ব্যবসায়ীকে হত্যা
চা পানের সময় গুলি করে ঘের ব্যবসায়ীকে হত্যা

প্রথম নিউজ, যশোর:  যশোরের অভয়নগর উপজেলায় প্রকাশ্যে সুব্রত মণ্ডল (৫০) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগর উপজেলাধীন ভবদহ বাজার মৎস্য আড়ত সমিতির সদস্য ছিলেন। খুলনার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুলমাঠের পাশের তেমাথা এলাকায় একটি চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভয়নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুলতানা বলেন, দামুখালিতে দুর্বৃত্তরা একজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: