ঘোড়াঘাটে ধানক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাইজুল উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে। তিনি পালশা শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এছাড়া তিনি দিনাজপুর ও রংপুরে মানসিক সমস্যার জন্য চিকিৎসা নিতেন বলে জানা গেছে।
জানা গেছে, তাইজুল পালশা গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘ ১৩-১৪ বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে তিনি বাসা থেকে বের হন। সকাল ৬টার দিকে বিদ্যালয় থেকে কিছুটা দূরে জমির মালিক ধানক্ষেত দেখতে গেলে মরদেহ দেখতে পেয়ে লোকজনকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।