ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ
আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রথম নিউজ, ভোলা: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, এক বছর পরে সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নকীব প্রমুখ বক্তব্য দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews