গোলাপগঞ্জে ইয়াবা বিক্রির সময় মা-ছেলেসহ গ্রেপ্তার ৪
গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খাসিখাল থেকে প্রাইভেটকারযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সিলেটের দিকে রওয়ানা হচ্ছে তথ্যটি জানার সঙ্গে সঙ্গে খাসিখাল ব্রিজের ওপর চেকপোস্ট বসায় পুলিশ।
প্রথম নিউজ, সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার খাসিখাল নামক স্থান থেকে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় মা-ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জামিল আহমদের ছেলে রিমুল আহমদ (২৮), জামিল আহমদের স্ত্রী রলি বেগম (৪২), একই এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে স্বপন (২৮) ও টিকরবাড়ি গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে গৌছ উদ্দিন (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খাসিখাল থেকে প্রাইভেটকারযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সিলেটের দিকে রওয়ানা হচ্ছে তথ্যটি জানার সঙ্গে সঙ্গে খাসিখাল ব্রিজের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রিজের একটু দূরে প্রাইভেটকার থামিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জামিল দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় গাড়িতে থাকা আসামিদের গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে ইয়াবা বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও আটক করা হয়।