গুলিতে জখম পা নিয়েই পাকিস্তানের খেলা দেখেছেন ইমরান
তিনি এখন রাজনীতিবিদ। তবে তার আগে তো তার বড় পরিচয় ছিল পাকিস্তান দলের অধিনায়কই
প্রথম নিউজ, ডেস্ক : তিনি এখন রাজনীতিবিদ। তবে তার আগে তো তার বড় পরিচয় ছিল পাকিস্তান দলের অধিনায়কই! দল যখন বিশ্বকাপ ফাইনালে যাওয়ার লড়াইয়ে, তখন সেই ইমরান খানের মনোযোগ খেলায় থাকে না কী করে? কিছু দিন আগে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর যখন হয়েছিল তার পায়ে। সেই অবস্থাও তাকে পাকিস্তানের খেলা দেখা থেকে রুখতে পারেনি!
ইমরানকে অবশ্য হতাশ করেননি বাবর আজমরা। নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চলে গেছে বিশ্বকাপের ফাইনালে। ১৩ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার এক ধাপ দূরে চলে গিয়েছেন বাবররা।
এমন অর্জনের পর বাবরদের ভূয়সী প্রশংসাই করলেন ইমরান। সাবেক পাক প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাবর আজম এবং গোটা দলকে অনেক শুভেচ্ছা।’ ম্যাচের আগেও ইমরান টুইট করেছিলেন। তখন লিখেছিলেন, ‘গোটা দেশের পক্ষ থেকে বাবর আজম এবং গোটা দলের জন্য আমার প্রার্থনা থাকল। আমরা চাই তোমরা শেষ বল পর্যন্ত লড়ে যাও।’
শেষ বল পর্যন্ত অবশ্য লড়তে হয়নি বাবরদের। তার আগেই নিউজিল্যান্ডের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসে দলটি। সেটাই পাকিস্তানে বসে প্রত্যক্ষ করেছেন ইমরান।
বাবর আজমের সামনে এবার ইমরান খান হওয়ার হাতছানি। অস্ট্রেলিয়ান মুল্লুকে ১৯৯২ সালে ৫০ যেভাবে খেলেছিল পাকিস্তান, এ বারও আছে একই রকম ছন্দে। সেবার ইমরানের দল গ্রুপপর্বে শুরুটা ভালো না করলেও শিরোপা জিতেছিল। সেমিফাইনালে আবার হারিয়েছিল এই নিউজিল্যান্ডকেই।
এবারও বাবরদের শুরুটা হয়েছিল খুবই বাজে, ভারতের পর জিম্বাবুয়ের কাছেও হার। এরপর টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে। শেষ চারে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। সবই যেন মিলে যাচ্ছে। এবার ফাইনালটাও যদি ১৯৯২ এর সঙ্গে মিলিয়ে ফেলতে পারেন বাবররা, তাহলে যে সবচেয়ে খুশি ইমরান খানই হবেন, তা বলাই বাহুল্য।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews