১৭৪২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন
আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, ঢাকা: এক হাজার ৭৪২ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন করবে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে এ উন্নয়ন কাজ হবে।
আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো সংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের এসপি-১ প্যাকেজের আওতায় যৌথভাবে আইসিটি, আইআরডি এবং শেলাদিয়াকে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ৬২ টাকা।
এছাড়া এ প্রকল্পের ডাব্লিউপি-০৬ প্যাকেজের ডিএস-১১ লটের পূর্ত কাজ যৌথভাবে তুর্কিয়ে’র এনেছে এবং বাংলাদেশের টিসিসিএলকে দেওয়ার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। এজন্য ব্যয় হবে ৮৯৬ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৭৬৫ টাকা। সাঈদ মাহবুব খান জানান, এ প্রকল্পের ডাব্লিউপি-০৬ প্যাকেজের ডিএস-১২ লটের পূর্ত কাজ চীনের সিনহাইড্রো ইঞ্জিনিয়ারিং ব্যুরো ৮ করপোরেশন লিমিটেডকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে ৫৭৬ কোটি ৫ লাখ ৫১ হাজার ৪৬৯ টাকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews