১২তম বাংলাদেশ ডেনিম এক্সপো ১০ মে
৭৯টি দেশি-বিদেশি ডেনিম ফ্রেবিক্স, গার্মেন্ট, সুতা, মেশিন ও এক্সেসোরিজ কোম্পানি প্রদর্শক হিসাবে এবারের ডেনিম এক্সপোতে অংশগ্রহণ করছে।
প্রথম নিউজ, ঢাকা: দুই বছর করোনা বিরতির পর বাংলাদেশ ডেনিম এক্সপো আগামী ১০ ও ১১ মে ঢাকায় পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের সংস্করণের মূল প্রতিবাদ্য হচ্ছে ‘বিওন্ড বিজনেস, beyond business’। এ সংস্করণের মূল প্রতিবাদ্য তুরে ধরতে মেলাটিতে চারটি সেমিনার ও দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এক্সপোর এবারের ১২তম সংস্করণ করোনা পরবর্তী নতুন বিশ্বে ডেনিম ব্যবসার চ্যালেঞ্জ ও সুযোগের ওপর আলোচনা করবে।
৭৯টি দেশি-বিদেশি ডেনিম ফ্রেবিক্স, গার্মেন্ট, সুতা, মেশিন ও এক্সেসোরিজ কোম্পানি প্রদর্শক হিসাবে এবারের ডেনিম এক্সপোতে অংশগ্রহণ করছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে ২য় বৃহত্তম হলেও, এটি বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বৃহত্তম ডেনিম রপ্তানিকারক দেশ। বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, দুই বছর আগে যখন বাংলাদেশ ডেনিম এক্সপো সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল, তখনকার সময় থেকে বর্তমান সময় আমাদের সবার জন্য সম্পূর্ণ ভিন্ন। এ কথা অনস্বীকার্য যে, করোনা মহামারি ডেনিম সাপ্লাই চেইনকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
তিনি বলেন, করোনা মহামারি আমাদের শিখিয়েছে টেকসই ব্যবসার গুরুত্ব সব্রাগ্রে রাখতে। তৈরি পোশাকের ক্রেতারাও আগের যে কোনো সময় থেকে এখন টেকসই ব্যবসার ব্যাপারে বেশি সচেতন। বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের সংস্করণের সারা বিশ্ব হতে ডেনিম অংশীদারজন একই ছাদের নিচে সমবেত হয়ে আগামী দিনে টেকসই ডেনিম ব্যবসা নিশ্চিতকরণে তাদের মতামত দেবেন, যা বাংলাদেশের ডেনিম শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews