প্রথম নিউজ, পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে এক অদ্ভুত শিশু জন্ম নিয়েছে। যার দুটি মাথা থাকলেও দেহ একটি। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক নাসরিন পারভীনের তত্ত্বাবধানে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা মাজেদুর রহমান জানান, এটি তাদের প্রথম সন্তান।
তিনি বলেন, “গর্ভকালীন সময়ে আল্ট্রাসনোগ্রাফিতে জমজ সন্তানের আভাস মিলেছিল। শনিবার স্ত্রী সৌরভী আক্তারকে ভর্তি করি। আজ সিজারে যমজ নয়, বরং একটি শরীরে দুটি মাথা নিয়ে জন্ম নেয় আমাদের ছেলে সন্তান। হাত, পা সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে।”
হাসপাতালের চিকিৎসক নাসরিন পারভীন জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একটি সিজারিয়ান প্রসব সফলভাবে সম্পন্ন হয়। এতে দেখা যায়, শিশুটি ‘কনজয়েনড টুইন’ বা সংযুক্ত জমজ—যার দুটি মাথা, তবে শরীর একটি।
তিনি বলেন, “প্রতি হাজার প্রেগন্যান্সিতে এমন একটি কেস দেখা যেতে পারে। শিশুটিকে স্কিন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা সুস্থ আছেন।” হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু সায়েম বলেন, “শিশুটির হৃদস্পন্দন সচল রয়েছে, তবে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে না। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।”