গ্রেফতার করলে আত্মহত্যার হুমকি আদম তমিজী হকের

গ্রেফতার করলে আত্মহত্যার হুমকি আদম তমিজী হকের

প্রথম নিউজ, ঢাকা: হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত আদম তমিজী হকের বিরুদ্ধে মামলা রয়েছে বেশ কয়েকটি। তাকে আইনের আওতায় আনতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‍্যাব সদস্যরা। তবে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজী। পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেননি।

রাতে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ। তিনি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইন মেনে তাকে গ্রেফতার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকিও দেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ। এর আগে ১৩ নভেম্বর দিনগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজী হক।