কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মৃত্যুর আগে বলে গেলেন- ছিনতাইকারীরা ছুরি মেরে সব নিয়ে গেছে

কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। 

তাকে আহত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রাকিব নামে এক যুবক গণমাধ্যমকে জানান, আহত অবস্থায় মৃত্যুর আগে ওই ব্যক্তি জানিয়েছেন- ছিনতাইকারীরা ছুরি মেরে তার সব নিয়ে গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে কারওয়ান বাজারের প্রিন্স হোটেলের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েক জন তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া রাকিব জানান, কারওয়ান বাজার ব্যাংক এশিয়া ও প্রিন্স হোটেলের সামনে তিনি (ছিনতাইয়ের শিকার ব্যক্তি)  রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। আশেপাশের লোকজন বলাবলি করছিল ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

রাকিব জানান, হাসপাতালে নেওয়ার পথে তিনি বলেন- তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পেটে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তার পরনে গেঞ্জি ও পায়জামা ছিল।

নিহতের পকেট থেকে একটি মানিব্যাগ পাওয়া গেছে। সেখানে কিছু টাকা পাওয়া গেছে। কিন্তু তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান মো. বাচ্চু মিয়া।

এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক গোলাম সারওয়ার বলেন, ছিনতাইয়ের শিকার হওয়া ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom